Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান র্অজনসমূহঃ (২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩):

  • পাবনা জেলার সম্পূর্ণ উপজেলা হিসেবে সাঁথিয়া, বেড়া, সুজানগর ও আংশিক উপজেলা হিসেবে আটঘরিয়া, পাবনা সদর, কুষ্টিয়া জেলার কুমারখালী, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর, রাজবাড়ী জেলার গোয়ালন্দ এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও শিবালয় উপজেলার সমন্বয়ে ১২২২ বর্গ কিঃ মিঃ এলাকা নিয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঠিত। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের অংশ হিসাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিরলসভাবে কাজ করে অন-গ্রীড এলাকায় ইতোপূর্বে শতভাগ বিদ্যুতায়ন করেছে। এছাড়াও অফগ্রীড এলাকায় ১০ এমভিএ একটি উপকেন্দ্র, একটি স্পটে ৩৩ কেভি সাব-মেরিন ক্যাবল এবং ০৩ টি স্পটে ১১ কেভি সাবমেরিন ক্যাবল সহ ২৮৫ কিঃ মিঃ ১১/.৪/.২৩ কেভি লাইন নির্মাণ করে প্রায় ১২,৫০০ (বারো হাজার পাঁচশত) গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

পাবনা পবিস-২ এর সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ নিম্নরুপঃ

অর্থ বছর

গ্রাহক সংযোগ

নির্মিত লাইন

বকেয়া মাস

সিস্টেম লস

অভিযোগ সংখ্যা

২০২০-২০২১

23678

117.353

0.92

11.33%

19112

২০২১-২০২২

29457

324.693

0.83

11.09%

18028

২০২২-২০২৩ (এপ্রিল/২৩ পর্যন্ত)

11730

11.650

1.24

10.90%

১৫১২৯


  • গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে মে’২০২৩ খ্রিঃ পর্যন্ত 5৪২৭.০০ কিঃমিঃ বৈদ্যুতিক লাইন নির্মাণ সম্পন্ন করা হয়েছে। মে’২০২৩ খ্রিঃ পর্যন্ত ৪,০১,৯২৫ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। ২০২২-২০২৩অর্থ বছরে সুজানগর-২(নাজিরগঞ্জ), ১০ এমভিএ নতুন (০১) একটি উপকেন্দ্র চালু করা হয়েছে । শাহজাদপুর গ্রীড হতে একটি নতুন ৩৩ কেভি ফিডার নির্মাণ করা হয়েছে যার আওতায় একটি রিভার ক্রসিং টাওয়ার ছিল, সেটার নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং ৩৩ কেভি ফিডারটি  ০৭ জুলাই/২০২৩ খ্রিঃ এর মধ্যে চালু হবে। উক্ত ফিডারটি চালু হলে কাশিনাথপুর ৩৩ কেভি ফিডারের লোড বিভাজন হবে, ফলে সিস্টেম লস হ্রাস পাবে। বর্তমানে ১২ টি উপকেন্দ্র হতে ৭৬ টি ১১ কেভি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হচ্ছে।
  • ২০২৩-২০২৪ অর্থ-বছরে সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ

      ১। শাহজাদপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ০১ টি বে-ব্রেকার চালুকরণ।

      ২। পবিসের সিস্টেম লস ১১.০০ % এবং বকেয়া মাস ১.০৫ অর্জন করা।

      ৩। ১১ কেভি ফিডার ইন্টারকানেক্টের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করণ।

      ৪। ৩৩/১১ কেভি উপকেন্দ্র সমূহে ৩৩ কেভি সোর্স লাইনের বিকল্প সোর্সের সুবিধা সৃষ্টিকরণ।

      ৫। সাঁথিয়া গ্রীড উপকেন্দ্র হতে পাওয়ার গ্রহণ।

      ৭। ৩৫,০০০ হাজার এনালগ মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার স্থাপন করা।